• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

লন্ডন ছাড়ার আগে নেতাকর্মীদের যা বললেন খালেদা

আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্য ধরে রেখে সব ধরনের মতবিরোধ মিটিয়ে দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বাংলাদেশ সময় ভোররাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা দেয়ার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলিকনফারেন্সের মাধ্যমে এ বক্তব্য দেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘দলের ঐক্য বড় বিষয়। দলের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। মুরুব্বিদের সম্মান দিতে হবে। তরুণদের প্রাধান্য দিতে হবে। অবশ্যই সিনিয়রদেরও প্রয়োজন আছে।’

সাবেক প্রধানমন্ত্রী এ সময় দলের সিনিয়র নেতাদের বলেন, ‘তরুণদের কাজে লাগাতে চেষ্টা করবেন। এখানে যারা ছাত্র আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা রাজনীতি না করলেও দেশে গিয়ে ভোট দেবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে মিটিং করতে পারিনি। আপ্যায়ন করতে চেয়েছেন, আমি অংশ নিতে পারিনি। আমি এসেছিলাম চিকিৎসার জন্য। মঙ্গলবারও ডাক্তারের কাছে গেছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে খাওয়া-দাওয়া করব। মিটিং করব। আপনাদের ভাইয়ার (তারেক রহমান) সঙ্গে যোগাযোগ করবেন, তার খেয়াল রাখবেন।’

পরে লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) এমিরেটস এয়ারলাইনসের (ইকে-৫৮৬) ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে উড়াল দেন।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এদিকে তিনি এমন একসময়ে দেশে ফিরছেন যখন তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ