• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

কার্তিকের বৃষ্টিপাতে উল্লাপাড়ায় আলু ও সরিষার আবাদকে পিছিয়ে দিয়েছে

আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্তিকের অসময়ের বৃষ্টিপাতে সদ্য আবাদ করা কলাই ফসল সহ সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আলু ও সরিষা আবাদ কে পিছিয়ে দিয়েছে। উল্লাপাড়ার বিভিন্ন এলাকার কৃষকেরা আগাম করে সরিষা ও আলু আবাদে জমি তৈরি শুরু করেছিল। সেখানে গত দু‘দিনের ভারী বৃষ্টিপাত এ দু’ফসলের আবাদ কে পিছিয়ে দিয়েছে। উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কৃষক আলম জানান, তিনি আলু ফসলের আবাদে জমি তৈরিতে নেমেছিলেন। এখন আবার জমি উপযোগী করে তুলতে অন্তত দিন দশেক দেরি করতে হবে। একই ধরনের কথা জানান, নাগরৌহা, বাঙ্গালা, অলিপুর গ্রামের একাধিক কৃষক। এদিকে হাটিকুমরুল ইউনিয়ন সহ বিভিন্ন উচ এলাকায় মাসকালাই বীজ বপন গত কদিন আগে করা হয়েছিল। বৃষ্টিপাতে তা নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি সবজি ফসলের কপি, বেগুনের চারা নষ্ট হয়েছে। উল্লাপাড়া কৃষি অফিস সূত্রে এ বৃষ্টিপাতে খিরা, মাসকালাই, সবজি সহ বিভিন্ন ফসলের ক্ষতিতে কৃষকদের আবারও বীজ বপন ও চারা রোপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ