• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: গভর্নর

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন নারীর ক্ষমতায়ন ও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বুধবার বিকেলে নগরীর অমৃত লাল দে মিলনায়তনে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গভর্নর ফজলে কবির বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ৭ম বার্ষিকী পরিকল্পনার আলোকে কাজ করে যাচ্ছে সরকার। এ কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসাতে হবে।
বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যবস্থাপক শেখ মো. সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস উল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ