• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

রংপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

রংপুর অফিস॥
কমিউনিটি পুলিশিং ডে/২০১৭ পালন উপলক্ষে শনিবার রংপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলা কমিউনিটি পুলিশিং যৌথভাবে ব্যাপক কর্মসুচি অনুষ্টিত হয়েছে।কর্মসুচির মধ্যে রয়েছে : ঘোড়ার গাড়ী ,গুরুর গাড়ী, ব্যান্ড পার্টি সহ বনাঢ্য র‌্যালী,আলোচনা সভা,স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি কর্তৃক কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরষ্কৃত করা হয়েছে।রংপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত আইজিপি মো: মহসিন আলী এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  যথাক্রমে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ এর ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম,পিপিএম,রংপুরের জেলা প্রশাসক এবং কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোশক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। রংপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রংপুরের উক্ত  অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ,মহানগর কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার কমিউনিটি পুলিশিং সদস্য,বিভিন্ন স্কুুলের শিক্ষার্থী এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন বলে জানান,কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক। তিনি রংপুরের সচেতন সকল সুধিজনকে এসব অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।সুশান্ত ভৌমিক আরও জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সম্মানীত আইজিপি মহোদয় এ কে এম শহীদুল হক বিপিএম,পিপিএম যিনি কমিউনিটি পুলিশিং এর বাংলাদেশে প্রবক্তা তিনি ২৮ অক্টোবর কে কমিউনিটি পুলিশিং ডে হিসেবে ঘোষনা দিয়েছেন। এখন থেকে প্রতি বছর ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে হিসেবে পালন করবে দেশের পুলিশ বাহিনীর সকল ইউনিট এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ