• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

৬ বছর বয়সী শিশুর মরদেহ ভাসছিল পুকুরে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজরে একদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের পাশের পুকুর থেকে ওবায়দুল্লাহ নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শিশু ওবায়দুল্লাহ উপজেলার খামারনাচকৈড় মহল্লার মো. আব্দুল্লাহর ছেলে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে শিশু ওবায়দুল্লাহ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিংও করেন।

সবশেষ শনিবার সকালে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেছনের পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিশু ওবায়দুল্লাহ প্রায়ই ওই পুকুর ও আশপাশের এলাকায় খেলতে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে হয়তো পুকুরে পড়ে গিয়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ