• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

দুদকের মামলায় বাগেরহাট জেলা রেজিষ্ট্রার কারাগারে

আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মোঃ ফজলার রহমানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনার সহকারী পরিচালক মাহতাব উদ্দিনের নেতৃত্বে শহরের পুরাতন কোর্ট ভবনের বাগেরহাট জেলা রেজিষ্ট্রারের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় প্রায় ১০ একর সরকারী জমি অনিয়মের মাধ্যমে দলিল সম্পন্ন করার অভিযোগে ২৯ অক্টোবর দুদকের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিগত ২০১৩ সালে ফজলার রহমান ভালুকার সাব-রেজিষ্টার থাকাকালীন এই দূনীর্তি  করেন। ঐ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদি হয়ে সাব-রেজিষ্টার মো. ফজলার রহমানের নামে ভালুকা থানায় ফৌজদারী মামলা দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, ভালুকা থানায় দুদকের দায়ের করা মামলায় মো. ফজলার রহমানকে গ্রেফতার করে বিকেলে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। দুদক, ময়মনসিংহের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ২০১৩ সালে ভালুকা থানায় সাব রেজিষ্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন মো. ফজলার রহমান সরকারের অনুমনি না নিয়েই বনবিভাগের ৯ দশমিক ৬৪ একর জমি ৬ টি দলিলের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক হোসেন ফালুর নামে রেজিষ্ট্রি করেন। পরবর্তিতে বিষয়টি নিয়ে দুদকের কাছে অভিযোগ দায়ের হলে তারা তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা পেয়ে ২৯ অক্টোবর রবিবার মো. ফজলার রহমানকে আসামী করে ভালুকা থানায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ