• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগযোগপ্রযুক্তি

আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা-দাম খুব বেশী

 

মো. নুরুল হক

 

প্রভাষক,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

 

প্রিয় শিক্ষার্থীরা,এইচ এস সি পরীক্ষা-২০১৮ উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন অধ্যায়ভিত্তিক নমুনা জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন। আজ দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমুলক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল-

 

পূর্ব প্রকাশের পর

 

প্রশ্নঃ২১ ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা লিখ।

 

ফাইবার অপটিক ক্যাবলের অসুবিধা-

 

Þ দাম খুব বেশী।

 

Þ U আকৃতির বাঁকানো যায় না।

 

Þ ফাইবার অপটিক ক্যাবল স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল প্রয়োজন হয়।

 

 

প্রশ্নঃ২২ কম্পিউটার নেটওয়ার্ক কী?

 

দুই বা ততোধিক কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রাদির মধ্যে সংযোগ স্থাপন করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করাই হল কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্কিং এর ফলে একটি কম্পিউটারের যাবতীয় তথ্য একাধিক ব্যবহারকারী স্ব স্ব কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করতে পারে।

 

প্রশ্নঃ২৩ ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? ভৌগলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক চার প্রকার । যথাঃ

 

Þ পারসোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN

 

Þ লোকাল  এরিয়া নেটওয়ার্ক বা LAN ।

 

Þ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN ।

 

Þ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN।

 

প্রশ্নঃ২৪ ক্লাউড কম্পিউটিং কী?

 

কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হল ক্লাউড কম্পিউটিং।

 

 

প্রশ্নঃ২৫ ক্লাউড কম্পিউটিং এর সুবিধা লিখ।

 

ক্লাউড কম্পিউটিং এর সুবিধা-

 

Þ সার্বক্ষনিক ব্যবহার করা যায়।

 

Þ যে কোন স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়।

 

Þ নিজস্ব কোন হার্ডওয়্যার এর প্রয়োজন পড়ে না।

 

Þ তথ্য কীভাবে সংরক্ষিত বা প্রসেস হবে তা জানার প্রয়োজন নেই।

 

Þ অপারেটিং খরচ তুলনামূলক কম।

 

Þ স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হয়ে থাকে।

 

Þ যে কোন ছোট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।

 

 

প্রশ্নঃ২৬ ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা লিখ।

 

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা-

 

Þ একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দিলে তা কোথায় কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীর জানার উপায় থাকে না।

 

Þ ক্লাউডে তথ্যের গোপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে বা তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে

 

 

প্রশ্নঃ২৭ রেডিও ওয়েভ কী?

 

১০ কিলোহার্টজ থেকে ১ গিগা হার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকট্রামকে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ বলে। এটি বাঁকা পথে চলতে পারে ।

 

 

প্রশ্নঃ২৮মাইক্রো ওয়েভ কী?

 

৩০০ মেগাহার্টজ থেকে ৩০০ গিগা হার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্প্রেকট্রামকে মাইক্রো ওয়েভ বলে। এটি বাঁকা পথে চলতে পারে না।

 

 

প্রশ্নঃ২৯ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কী?

 

একাধিক ডিভাইসের মধ্যে কোন ধরনের তারের সংযোগ ছাড়াই ডেটা ট্রান্সফার করার পদ্ধতিই হল ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ