• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে  ভাই, বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪

গোদাগাড়ী উপজেলার সদর পৌরসভার সরমংলা খালের পানিতে ডুবে আসলাম হোসেন (৮) ও মীম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর চাচাতো ভাইবোন।

শনিবার (২৫ মে) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আসলাম পৌরসভা এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে। মীমের বাবার নাম আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, দুপুরে আসলাম ও মীম সরমংলা খালে গোসল করতে গিয়েছিল। তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে। কিন্তু লম্বা সময় পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেলে তারা আসলাম ও মীমের মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে লাশগুলো তুলে বাড়ি নিয়ে যায় পরিবার।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তিনি কিছুক্ষণ আগেই এমন ঘটনার খবর পেয়েছেন। আর এরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ