• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর মিলল মরাদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪

বরিশালের বাকেরগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র ফাহিমের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ জুন) পায়রা নদী থেকেই মরদেহটি উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ এ তথ্য জানান।

গত শনিবার দুপুরের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম।

মৃত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতের ভেসে যায় ফাহিম। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার পরপর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নিখোঁজের দুই দিন পর আজ সকালে ফাহিমের মরদেহ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, সকালে ফাহিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ