• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

‘নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়’

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিএনপি’র সঙ্গে কোনো সংলাপ হবে না।

শনিবার সকালে শ্রীপুর-ভোলা-গঙ্গাপুর নৌপথে ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এম মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, কারণ তাদের নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই। যদি না আসে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ