• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

তথ্য ও যোগযোগ প্রযুক্তি

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

মো. নুরুল হক, প্রভাষক. মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

প্রশ্ন: নেটওয়ার্কের উদ্দেশ্য কী?

নেটওয়ার্কের উদ্দেশ্য নিম্নরূপ-

î দ্রুতগতিতে ও কম খরচে তথ্য আদান-প্রদান করা।

î একাধিক ব্যক্তির মধ্যে ভিডিও কনফারেন্স করা।

î সফ্টওয়্যার শেয়ারিং করা।

î অন-লাইন ব্যাংকিং সেবা প্রদান।

î ঘরে বসে ভার্চুয়াল ক্লাস করা।

î ইলেকট্রনিক উপায়ে ব্যবসা বাণিজ্য করা।

î বিভিন্ন রিসোর্স শেয়ারিং করা।

î বিভিন্ন হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং কর

প্রশ্ন: ক্লাউড কম্পিউটিং অত্যাধুনিক কম্পিউটিং প্রদান করে-ব্যাখ্যা কর।

ক্লাউড কম্পিউটিং অত্যাধুনিক কম্পিউটিং প্রদান করে কারণ এক্ষেত্রে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজ অবস্থান কনফিগারেশন প্রভৃতি জানা কিংবা রক্ষনাবেক্ষণ করার প্রয়োজন নেই। তাদেরও হাতে তৈরিকৃত সফটওয়্যার এবং সার্ভিস ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সফটওয়্যার কোথায় কিভাবে চলছে তা দেখাশোনা করা বিভিন্ন অনলাইনভিত্তিক ওয়েব সার্ভিসের দায়িত্ব।

প্রশ্নঃ হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়-ব্যাখ্যা কর।

হাবের পরিবর্তে সুইচ ব্যবহার সুবিধাজনক। নেটওয়ার্কে সুইচ হল বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্যে করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মত হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টর মধ্যে ডেটা আদান প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করে। পরে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে । সুইচে পোর্ট হাবের থেকে বেশি থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ