আওয়ামী লীগকে কীভাবে হটাতে হয় এদেশের মানুষ জানে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। আমরা এখনো বলছি আলোচনায় আসুন। আর তা যদি না করেন কীভাবে আওয়ামী লীগকে হটাতে হয় এদেশের মানুষ জানে। গতকালের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের পুলিশের গণ গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীতে যদি শেখ হাসিনা কোনো জনসভা করে তাহলে তাদের নেতাকর্মীদের দুদিন আগ থেকে গ্রেফতার করে লাঠিপেটা না করে। তাহলে বিএনপিও পুলিশের এ আচরণ মনে রাখবে।
সভায় ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউল হক রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।