• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

আমন চাষের জন্য প্রায় ৭০ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ জয়পুরহাটে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২৪-২০২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ইতোমধ্যে রোপা আমনের চারার জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ৬৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ৬১ হাজার ৯৮০ হেক্টর, হাইব্রিড জাতের ৭ হাজার ৫২৫ হেক্টর ও স্থানীয় জাতের রয়েছে ১ হাজার ৩৪৫ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন। চলতি আষাঢ় মাসে বৃষ্টিপাত সন্তোষজনক পর্যায়ে রয়েছে, ফলে রোপা আমন চাষে এবার কোন সমস্যা হবে না। রোপা আমন চাষের জন্য উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে- সদর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে, পাঁচবিবি উপজেলায় ১৯ হাজার ৪০০ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ১০ হাজার ৭২৫ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় ১০ হাজার ৭৭৫ হেক্টর ও কালাই উপজেলায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমি।

চলতি জুলাই তৃতীয় সপ্তাহের পর থেকে আমনের চারা রোপণ কার্যক্রম শুরু হবে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটে চলতি ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে ৩ হাজার ৫৮৮ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের হিসাবে মতে জেলায় এবার বোরো চাল উৎপাদন হয়েছে সাড়ে ৩ লাখ টন। ইতোমধ্যে জেলায় শতভাগ বোরো ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। কৃষকরা বর্তমানে রোপা আমন চাষের প্রস্তুতি গ্রহণ করছে বলে জানায় কৃষি বিভাগ। সূত্র বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ