• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

৫ বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে বাতাসে আদ্রতা বেশি থাকায় গত সপ্তাহ থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। তবে মঙ্গল ও বুধবার (৩০-৩১ জুলাই) দুদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশেজুড়ে এখনো অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না। এ মাসের ১৫ তারিখের পর থেকে অস্বস্তিকর গরমও অনুভূত হচ্ছে। তবে আজ ও কাল সারাদেশের তাপমাত্রা কমতে পারে। ফলে গরম কিছুটা কমতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে বুধবার বৃষ্টির আওতা আরও বাড়বে। এদিন ৫ বিভাগের অধিকাংশ জায়গায়জুড়ে বৃষ্টি হবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ