• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

চাঁদপুরের মেঘনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
প্রতীকি ছবি

চাঁদপুরের মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় উম্মে হানী ফাইমা আক্তার (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে এখনও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া আরেক নারী নূর মোহসীনা ওরফে সেতুর (৩০)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট ) বিকেলে ভোলার দৌলতখান এলাকায় নদী-সংলগ্ন বিলের মধ্যে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় আরও এক নারী এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীর ত্রিমোহনায় ঘুরতে এসে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ হওয়া দুই নারী হলেন, নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও নারী নূর মোহসীনা ওরফে সেতু (৩০)।

এ ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩), মুনিয়া (২৬) ও নৌকার মাঝি। এদের মধ্যে তিনজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নৌকার আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে উম্মে হানী ফাইমা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ নারীকেও উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ