• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

অটোরিকশা চালকদের দৈনিক জমা কমানোর দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করছেন সংশ্লিষ্টরা। এতে করে কাজের তাগিদে বের হওয়া লোকজনকে যানজটসহ বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর সায়েদাবাদে দৈনিক জমা কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার পর থেকে অটোরিকশা চালকরা সায়েদাবাদের জনপথ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের কারণে যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী এবং যাত্রাবাড়ীমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলছেন, দৈনিক এক হাজার ২৫০ টাকা জমা দিতে হয় চালকদের। কিন্তু সরকার নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা। মালিকরা ৩৫০ টাকা বেশি নেন। তাদের দাবি, সরকার নির্ধারিত টাকা জমা নেবেন মালিকরা।

এক চালক জানান, সরকার জমার টাকার পরিমাণ নির্ধারধ করে দিয়েছে। সরকারের নির্ধারিত টাকার চেয়ে মালিক কেন বেশি টাকা নেবে? এটা তো অন্যায়। আমরা চাই, মালিকপক্ষ আমাদের দাবি মেনে নেবে। সেজন্য আমরা আন্দোলনে নেমেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ