• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

জাতীয়করণের এক দফা দাবিতে আনসার বাহিনী আন্দোলন করে যাচ্ছে। আনসাররা সচিবালয় থেকে উপদেষ্টাদের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবরুদ্ধ রেখেছে।

এই খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের সময় শিক্ষার্থীরা লাঠি হাতে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

সচিবালয়ে পৌঁছালে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি হয়। হাতাহাতিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এদিকে রাজু ভাস্কর্যে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘আনসাররা আমাদের ভাইদের অবরুদ্ধ করে রেখেছে। দেশের ক্রান্তিকালে তারা কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। ছাত্র–জনতা তাদের ষড়যন্ত্র প্রতিরোধ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ