• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারতে মজুত থেকে বিক্রি করছে সরকার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নাসিকের বেঞ্চমার্ক লাসলগাঁও মার্কেটে পেঁয়াজের দাম গত বৃহস্পতিবার ১০ শতাংশ কমার পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) কিছুটা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে মজুত থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। খুচরা বাজারে যার মূল্য ছুয়েছে প্রতি কেজিতে ৬০ থেকে ৭০ রুপি।

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ঘোষণা করে যে নাফেদ (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া) ও এনসিসিএফ (ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া) দিল্লি ও মুম্বাইয়ের গ্রাহকদের কাছে ৩৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করবে। এমন ঘোষণার পর বাজারে পেঁয়াজের দাম ৫ রুপি কমে।

লাসলগাঁও এপিএমসিতে ৩১ আগস্ট ২০ থেকে ৩৮ রুপিতে পেঁয়াজ বিক্রি হয়। কিন্তু দুই দিন বন্ধ থাকার পর ৩ সেপ্টেম্বর যখন বাজার চালু হয় তখন পেঁয়াজের দাম বেড়ে ৪৭ রুপিতে দাঁড়ায়। তারপর সরকারি ঘোষণার পর দাম ৫ রুপি কমে।

কৃষকদের আশঙ্কা পেঁয়াজের দাম আরও কমতে পারে। তবে দাম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ ঘোষণার পর বাজারে স্থিতিশীলতা ফিরছে।

ভারতের ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকার এনসিসিএফ ও নাফেদের আউটলেট, মোবাইল ভ্যান, ই-কমার্স প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় ভাণ্ডার ও এসএএফএলের আউটলেটগুলোর মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ