• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

পূর্বাচলের জমি চেয়ে শেখ হাসিনাকে লেখা জয়ের চিঠি ভাইরাল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ছোট ও বড় পর্দার অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। বিতর্কিত টিভি শো সঞ্চালনা করে বছরজুড়েই আলোচনায় থাকেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে পুরোপুরি নির্লিপ্ত ছিলেন তিনি। এসব বিষয় নিয়ে ঢের সমালোচিত হয়েছেন। পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন। কিন্তু সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চিঠিটি ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে লেখেন জয়। এক খণ্ড জমি পাওয়ার প্রত্যাশায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ বলেও সম্বোধন করেন এই অভিনেতা। যা নিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছেন। কেউ কেউ জয়কে ‘তেলবাজ’, ‘দালাল’ বলেও মন্তব্য করেছেন।

ভাইরাল হওয়া চিঠির শুরুতেই শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’। তারপর এ অভিনেতা লেখেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।

শেখ হাসিনার রাজনীতির ভূয়সী প্রশংসা করে জয় লেখেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলীয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে।

পূর্বাচলের এক খণ্ড জমি চেয়ে জয় লেখেন, ‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সকল শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা, ৫ কাঠার প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পায়নি। মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন- আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।

ভাইরাল চিঠিতে একজন উপ-সচিবের সিল রয়েছে। রেফারেন্স হিসেবে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সিল ও স্বাক্ষর রয়েছে। আবেগগণ এই চিঠির সত্যতা জানতে শাহরিয়ার নাজিম জয়ের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জয় পূর্বাচলে এক খণ্ড জমি পেয়েছেন কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ