• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

কন্যা শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে হারুন মিয়া (৩৮) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া বান্দরবানের লামা ফাইতং ইউপির ৫ নম্বর ওয়ার্ড সুতাবাদী পাড়া এলাকার মৃত রতন খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ এপ্রিল ধর্ষণের শিকার কন্যা শিশুটি (৮) পার্শ্ববর্তী রহিম খাঁ এর মুদি দোকানে শ্যাম্পু কেনার জন্য যায়। এসময় একা পেয়ে অভিযুক্ত মো. হারুন (৩৮) মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ২০২১ সালের ২ এপ্রিল শিশুটির মা ফারহানা নাসরিন বাদী হয়ে লামা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ