• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ঋষভের সঙ্গে প্রেমের প্রসঙ্গে নীরবতা ভাঙলেন উর্বশী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এক সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু দু’জনের কেউই তা স্বীকার করেননি। এর মাঝেই ঋষভ দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন । তারপর একটা সময় পন্থ এবং উর্বশী বাগ্‌যুদ্ধে জড়ান । নাম না করে একে অপরকে আক্রমণ করেন । এবার ঋষভের সঙ্গে তার প্রেমের প্রসঙ্গে নীরবতা ভাঙলেন।

যদিও এই বাগ্‌বিতণ্ডা বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ক্রিকেট তারকা। এবার তাদের সম্পর্কের গুঞ্জনের বিষয়ে উর্বশী বলেন, ‘আমাকে ও ঋষভকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা রটনা। যদিও আমি আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে। আসলে এটা খুব প্রয়োজনীয় যে, স্বচ্ছতা বজায় রাখতে সত্যিটা প্রকাশ্যে আসুক, রটনা নয়। জানি না এই মিম পেজগুলো কেন এত উত্তেজিত হয়ে পড়ে। আমি যে সব মানুষের দ্বারা পরিবেষ্টিত, তাঁরাই আমাকে কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেন।’

কয়েক বছর আগে পন্থ এবং উর্বশীকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তবে তাদের বাগ্‌যুদ্ধের শুরুটা হয় যখন উর্বশী জানান, আর নামের এক ব্যক্তি তার সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। তিনি তার কথা ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সেই ব্যক্তি মুম্বাই গিয়ে তার সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু হয়।

চুপ থাকেননি পন্থও। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। পরে সেই স্টোরি মুছেও দেন তিনি। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকার দিতে গিয়ে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে নাম এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুক। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলারও একটা সীমা থাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ