• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

রোহিঙ্গাদের জোর করে ফেরত না পাঠানোর অনুরোধ যুক্তরাষ্ট্রের

আপডেটঃ : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্র বলছে, আবারো নির্যাতিত হওয়ার শঙ্কা থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো উচিত হবে না বাংলাদেশের। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

রবিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতিতে এসব আহ্বান জানানো হয়। মিয়ানমারে গেলে রোহিঙ্গারা স্বাধীনভাবে জীবন-যাপন করবে এবং কোন ক্যাম্পে বন্দী থাকবে না—এমন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেয় যুক্তরাষ্ট্র।

চলতি নভেম্বর মাসের মাঝের দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার অংশ হিসেবে ২০০০ রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা মিয়ানমারের। এ বিষয়ে গতমাসে একমত হয় উভয় দেশ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মিয়ানমার রোহিঙ্গাদের জন্য এখনও নিরাপদ নয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, ‘আমাদের উদ্বেগ জানাতে উভয় পক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরুর পক্ষে নয় যুক্তরাষ্ট্র।’

আরও পড়ুনঃ ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন মুশফিক

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যে মতামত দিয়েছে এর সঙ্গে একমত বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ