• সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই সীমান্তের ৮৪৮ নম্বর পিলারের ৯ নং সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী পকেট এলাকার অপির উদ্দিনের ছেলে। এ নিয়ে গত এক মাসে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নং সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানার ঝালাঙ্গী পকেট পাড়ায় চোরাচালানের উদ্দেশ্যে যায় একদল বাংলাদেশি। এসময় ভারতীয় সীমানায় দায়িত্বরত ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের দহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাকে তার সহযোগীরা চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিচ্ছিলেন। কিন্তু পথে তিনি মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, শ্রীরামপুরের ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন। তার মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ