• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

রংপুরের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি বিদ্রোহী প্রার্থী

আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল আলম নাজু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি তার মনোয়নপত্র প্রত্যাহারের করে নেবেন বলে  আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন।
তিনি জেলা যুবদল সভাপতি, সাবেক ছাত্রনেতা হিসেবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীরা প্রত্যাহার করেন বলে জানান।
একই সঙ্গে তিনি বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলাকে সমর্থন ও তার পক্ষে কাজ করারও ঘোষণা দিয়েছেন।
শনিবার নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি ওই ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শাজ জিল্লুর রহমান জেমস, যুবদল নেতা তামজিদুর রশিদ গালিম আকিবুর রহমান মনু, জাকারিয়া ইসলাম জ্যাক, গালিব, লিখন প্রমুখ।
নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়ে জেলা যুবদল সভাপতি নাজমুল ইসলাম নাজু বলেন, খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ কাজ করব। আমি আমার দাখিলকৃত মনোনয়নপত্র নির্ধারিত তারিখেই প্রত্যাহার করে নিব।
এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকতা আবু সাঈম জানান, আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে লড়াইয়ের জন্য দলগত হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাসদ, ন্যাশনাল পিপলস পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও ১১ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ৬৭ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের জন্য ২২৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ