• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ বানালো রাশিয়া

আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

‘দ্য নিয়াজ ভ্লাদিমির বা প্রিন্স ভ্লাদিমির’ নামে নতুন এক ধ্বংসাত্মক সাবমেরিন তৈরি করেছে রাশিয়া। ‘বোরেই ২’ শ্রেণির এই সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি বিশেষজ্ঞদের।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২০২৫ এর মধ্যে মোট ৮টি এই শ্রেণির সাবমেরিন তৈরি করবে রাশিয়া। প্রায় ছ’হাজার মাইল বা ৯ হাজার ৩০০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে এক নিমেষে ধ্বংস করে দেয়ার ক্ষমতা রয়েছে প্রিন্স ভ্লাদিমিরের। শুধু তাই নয়, এক সঙ্গে ২০টি পরমাণু অস্ত্র ছুড়ে লক্ষ্যবস্তুকে ধুলিসাৎ করে দিতে পারে এটি।
সাবমেরিনগুলোকে এমন ভাবে বানানো হয়েছে যে রাডার এরও ক্ষমতা হবে না সেগুলোকে চিহ্নিত করার। রাডার এর চোখ এড়াতে সমুদ্রের ৪০০ মিটার গভীরেও অবাধে চলতে পারে এই সামুদ্রিক দাবব। উত্তর রাশিয়ার সেভম্যাশ শিপইয়ার্ডে এই সাবমেরিন তৈরির কাজ শুরু হয় ২০১২ সালে। আগামী বছরেই এটি রুশ সেনার হাতে তুলে দেয়া হবে সেনা সূত্রে খবর। এটাই এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন। রাশিয়ার এই বোরেই শ্রেণির সাবমেরিনগুলো বুলাভা আরএসএম-৫৬ ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলে সজ্জিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ