• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বলিউড তারকা কারিনাকে ‘বয়স্ক’ বলে বিপাকে পাকিস্তানি অভিনেতা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: মির্জা ফখরুল শিক্ষার্থীদের পিকনিক বাসের ধাক্কায় মিনিবাসের দুই যাত্রী নিহত কীভাবে ঢুকল আরও ৬০ হাজার রোহিঙ্গা যে ব্যাখ্যা দিলো পররাষ্ট্র উপদেষ্টা সহ-সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারে দুদকের অনুসন্ধান শুরু মালাক্কায় আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল’এ বাংলাদেশ হামাস-ইসরাইল যুদ্ধবিরতি আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন এবার যা যা নিয়ে এলো পাকিস্তানি সেই জাহাজে দিল্লির সব স্কুলে অবৈধ অভিবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে নির্দেশ

এইচটিসির স্মার্টফোন ইউনিট কিনেছে গুগল

আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

সম্প্রতি বিবিসি একটি নিউজ প্রকাশ করেছে আর তা হলো – এইটিসির স্মার্টমোন কিনতে প্রথমত দফায় চুক্তি করেছে গুগল।  এই চুক্তির মাধ্যমে গুগল আবারো হার্ডওয়ার ব্যবসাকে শক্তিশালী করে নিচ্ছে। এ বিষয়ে গুগলের একজন মুখপাত্র তার ব্লগ পোস্টে লিখেন, এই চুক্তির ফলে পিক্সেল ফোনকে যুক্তরাষ্ট্রের বাজারে বাজারজাত করার পাশাপশি এইচটিসিকে গুগলের সঙ্গে চুক্তির মাধ্যমে একত্রিত করছে। মূল কথা হলো- তাইওয়ানের কোম্পানি এইচটিসির সঙ্গে ১১০ কোটি ডলারের চুক্তি করেছে গুগল। এই চুক্তির আওতায় এইচটিসির কিছু কর্মী গুগলের সিলিকন ভ্যালিতে কাজ করবে। স্মার্টফোনের বাজার দখলের দৌঁড়ে এইচটিসি এক সময় খুব ভালো অবস্থানেই ছিলো। কিন্তু পরবর্তীতে তারা অ্যাপল ও স্যামসাং এর সঙ্গে প্রতিযোগীতা করতে ব্যর্থ হয়।এইচটিসি টিকে থাকতে গুগলের সঙ্গে তারা চুক্তি করেছে বলে ধারনা করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। গুগলের সঙ্গে চুক্তি করায় তাইওয়ানিজ কোম্পানি এইচটিসির শেয়ার বিক্রি আপাতত বন্ধ রয়েছে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। এই চুক্তির আগে ২০১১ সালে গুগলের মাধ্যমে তার মাদার কোম্পানি অ্যালফাবেট আরেক ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলাকে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারে কিনে নিয়েছিলো। আর্থিক লাভের মুখ না দেখায় তিন বছর পরে মটোরোলাকে তারা বিক্রিও করে দিয়েছিলো। গুগলের ধারনা, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় ঘটাতে না পারলে তাদের ব্যবসায় তার প্রভাব পড়বে। এ কারণে গুগল পিক্সেল ফোনের হার্ডওয়্যার তৈরি করার দায়িত্ব তারা এইচটিসিকেই দিয়েছে। এ কাজের জন্য এইচটিসির রিসার্চ ও ডেভেলপমেন্ট টিমের প্রায় দুই হাজার কর্মী গুগলে যোগ দেবে। যদিও পিক্সেল ফোন তৈরি করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যারটি অ্যালফাবেটই তৈরি করবে। এর আগে এইচটিসির এই একই টিম গুগলের প্রথম স্মার্টফোন পিক্সেল ও পিক্সেল এক্সএল উত্পাদন করেছিলো।   সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ