সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের তিনদিন পর মেহেদী হাসান জন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকার যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, সিরাজগঞ্জের ভুয়াপুর উপজেলার মাদারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে মেহেদী হাসান জন (২৫) গত শুক্রবার বিকেলে তার নানার বাড়ি গোপালপুরের দৌলতপুর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পিংনা কাওয়ামারা বাঁধ সংলগ্ন যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে দুপুরে তার পরিবারের লোকজন তারাকান্দি তদন্ত কেন্দ্রে আসার পর লাশটি সনাক্ত হয়।
নিহতের চাচা জাহাঙ্গীর আলম জানান, ‘মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষে অধ্যরত ছিল। তিন বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় কয়েকদিন আগে চিকিৎসার জন্য নানার বাড়িতে আসে। সেখান থেকে বাইরে বেরিয়ে নিখোঁজ হয়।’
তারাকান্দি তদন্ত কেন্দ্রের এএসআই আফতাব উদ্দিন বলেন, ‘ঢাকায় এক হিন্দু মেয়ের সাথে মেহেদীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেম ভেঙে যাওয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারায় বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি।’
এদিকে এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।