সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সোমবার সকালে জেলা প্রশাসক আহমেদ কবীরের সাথে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে জেলা প্রশাসক আহমেদ কবীর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, পৌর সচিব আবু সাঈদ, প্রকৌশলী আব্দুল মালেক, কাউন্সিলর জহুরুল ইসলাম, কালাচান পাল, সোহেল রানা, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসুর রহমান খান প্রমুখ।