উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ সোমবার শেষ দিনে ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ রেজাউল করিম তপন, বিএনপি মনোনীত মোঃ বুলবুল কবীর, স্বতন্ত্র পরিচয়ের মোঃ রাশেদুল হাসান, আল আমিন সরকার, আলাউদ্দিন আল আজাদ ও মোঃ আব্দুল মালেক। আগামী ২৮ ডিসেম্বর এ ইউনিয়নের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চলতি বছরের ৯ জুলাই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান গাজী খলিলুর রহমান মৃত্যুবরণ করলে ইউনিয়নটির চেয়ারম্যান পদটি শুন্য হয়।