মোহাম্মদ সেলিম নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। দেশটির স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট সন্দেহে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ‘র’ এর সন্দেহভাজন এজেন্টকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
গ্রেফতারের সময় সেলিমের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র, একটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি লঞ্চার এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মুহাম্মদ সেলিমকে গত সোমবার পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)।
এসআইইউ জানিয়েছে, সেলিমের কাছে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে। এছাড়া সেলিমের ঘর থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করেছে ইনভেস্টিগেশন ইউনিট।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের পর তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র রয়েছে। ব্যক্তিগত এসব ডকুমেন্টে একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ‘র’ এর সন্দেহভাজন ওই এজেন্ট। তিনি বেশ কয়েকবার ভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন।
তদন্তকারী সংস্থার দাবি, করাচিতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে ‘র’ এর হয়ে কাজ করছিলেন মুহাম্মদ সেলিম। তিনি গোপনে স্থানীয় সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে এসআইইউ।