• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

ইরানি কমান্ডার আব্বাস নীলফরৌশনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুত থেকে ইরানের এক কমান্ডারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কমান্ডার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশন। তিনি লেবাননে ইসরায়েলকে মোকাবিলায় গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছিলেন।

১১ অক্টোবর, শুক্রবার এ তথ্য জানিয়েছে আইআরজিসির জনসংযোগ বিভাগ।

তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদরদপ্তরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহসহ আরও কয়েকজন নেতা নিহত হন। একই হামলায় নীলফরৌশনও নিহত হয়েছিলেন। কিন্তু ইরান তা গোপন রাখে। অবশেষে তার মরদেহ উদ্ধার হওয়ায় বিষয়টি স্বীকার করল তেহরান।

ইরান বলছে, তারা আর হামলা করতে চায় না। কিন্তু তেলআবিব জবাব দিলে তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অপরদিকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে পশ্চিমা মিত্রদের থেকে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। এমন সময়প্রকাশ্যে এলো ইরানি কমান্ডার নিহতের খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ