• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নগর পিতা নয় নগর সেবক হতে চাই-আসিফ

আপডেটঃ : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

রংপুর অফিস॥ রংপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদের ভাইপো হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, বিএনপির কাওসার জামান বাবলা নড়েচড়ে বসেছেন। সেই সঙ্গে একটু নড়েচড়ে বসেছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। বসে নেই বাসদের আব্দুল কুদ্দুস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র এটিএম গোলাম মোস্তফা বাবু ও ন্যাশনাল পিপল্স পার্টির সেলিম আখতারও।  রসিকের হাল ধরতে এই সাত মেয়র প্রার্থী এখন সাধারণ ভোটাদের আকৃষ্ট করতে মরিয়া হয়ে পড়েছে। এরই মধ্যে নির্বাচনী মাঠ সরব করতে নিরলস গতিতে মাঠ চষে বেড়াচ্ছেন  জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও জাপার যুগ্ন মহাসচিব  হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। জাপার এ দু’প্রার্থীর গণসংযোগ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে আলোচনার  কেন্দ্রবিন্দুতে পািরফনত  হয়েছে। বিভিন্ন ইসলামী সভায় জাপার মেয়র প্রার্থী  মোস্তফাকে অতিথি হিসেবে। দেখা গেলেও সাধারণ মানুষের মনে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ভাতিজা হিসেবে শাহরিয়ার আসিফকে  মেয়র হিসেবে দেখতে চায় নগরবাসী। এদিকে, নগরীর বাড়ি বাড়ি গিয়ে  ভোট প্রার্থনা করছেন শাহরিয়ার আসিফ। সাংবাদিক আব্দুর রহমান রাসেল কে  সাবেক সাংসদ আসিফ বলেন, নগর পিতা নয়, নগর সেবক হতে চাই। নগরবাসীর সমর্থন পেলে একটি পরিকল্পিত নগরী গড়ে তুলে সবার পাশে সেবক হিসেবে থাকবো। তবে, দুই জাপা নেতা ছাড়া অন্যদের  এখনও নির্বাচনী মাঠে সরব হতে তেমন দেখা না গেলেও তারা ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে জানতে চাইলে খাসবাগ এলাকার মশিউর রহমান এ প্রতিবেদককে বলেন,  যথা সময়ে সকল প্রার্থীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে দেখা যাবে। একাধিক ভোটারের সাথে কথা হলে তারা জানান, নামে মাত্র রংপুর সিটি কর্পোরেশন। এ নগরীর  কোনও দৃশ্যমান উন্নয়ন সাধারণ মানুষদের মনে দাগ লাগাতে পারে নি। সাত মেয়র প্রার্থীর মধ্য থেকে যে নগরীর হাল ধরবে, কী চমক থাকছে তার কাছে। যে তাকে ভোট দেবে নগরবাসী। সাধারণ ভোটারদের মনে এমন প্রশ্ন এখন উঁকি দিচ্ছে। রসিকের মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৫৪ জন ।   উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই বাচাইয়ের পর এখন  মেয়র পদে ৭জন, কাউন্সিলর পদে ২১৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩জন প্রার্থী রসিক নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ