• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে ২৫ জন আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে দেবিদ্বার-মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯ টায় (আনুমানিক) কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে যাওয়ায় পাশে থাকা একটি কাভার্ডভ্যানে ধাক্কা লাগে। এতে ট্রাক ও লরির সামনের অংশ চুরমার হয়ে যায়। এ সময় কাভার্ডভ্যারনে পেছনে থাকা একটি বাস এসে ধাক্কা দিলে যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায় বাসটি। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তারা আরও জানান, দুর্ঘটনার পরে মহাসড়কের ওপর ট্রাক ও কাভার্ডভ্যানটি পড়ে থাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে দেবিদ্বার-মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, বড় রেকার ছাড়া এই ট্রাক-কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এসব যানবাহন সরালে সড়কে যানচলাচল শুরু হবে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ