• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
৪০ এর পরে খাদ্যতালিকায় পুরুষদের রাখতেই হবে যেসব খাবার নিরুৎসাহিতকরণ শেষে পর্যটকরা ৫ ডিসেম্বর থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন সেনা নিরাপত্তায় সাজেক ছেড়েছেন পর্যটকরা পরিবারের সঙ্গে মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ চেম্বার আদালতে বাবুল আক্তারের জামিন বহাল, বাধা নেই মুক্তি পেতে সুবাতাস রপ্তানি আয়ে, নভেম্বরে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার দিল্লির দাসত্বকে হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে খান খান করে দেবো: রিজভী আমু-কামরুলকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ কমলা চাষে সফল নওগাঁর যুব কৃষি উদ্যোক্তা শফিকুল ইসলাম বর্তমানে দেশ কঠিন সময় পার করছে: প্রধান উপদেষ্টা

স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, হিন্দুস্তানের লোকজন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিমের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দুঃখজনক। এগুলো মেনে নেওয়ার মতো নয়। এ ব্যাপারে দেশের জনগণ ও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্রদল নেতা শহীদ সাইফুজ্জামান সুজনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। সভা শুরুর আগেই দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে স্মরণসভা স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

স্মরণ সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মহান মুক্তিযুদ্ধে যেমন দেশের মানুষ ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে তেমনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে কোনো আঘাত এলে দেশের মানুষকে তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২ ডিসেম্বর নাটোর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজন। তাঁর স্মরণে এই স্মরণসভার আয়োজন করে জেলা ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ