কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মাটিকাটা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চান্দরা মাটিকাটা এলাকায় বুধবার রাতে ঢাকা থেকে খুলনা গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পড়নে হলুদ রঙ্গেও টিশার্ট ও কালো প্যান্ট রয়েছে। ।
জয়দেবপুর জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এস.আই) এস.এম রকিকুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।