বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগীতায় ৯টি উপজেলার বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলন ব্যতীত দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়’। এতে মাধ্যমিক পর্যায়ে বহুমুখী কলেজিয়েট স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাগেরহাট সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ান হয়। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দল খুলনা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নিবে। প্রতিযোগীতায় সেরা বক্তা নির্বাচিত হন বহুমুখী কলেজিয়েট স্কুলের ১০শ্রেণির ছাত্র এইচ এম নিয়াজ উদ্দিন।