রংপুর অফিস॥
সিপিবি-বাসদ-বামমোর্চার ডাকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সকাল ৬ টা থেকে ২টা পর্যন্ত দেশব্যাপী হরতালের অংশ হিসেবে রংপুরে হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে নেতা কর্মীরা মিছিল করে। বেলা ১২ টায় জাহাজ কোম্পানীতে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাঃ সম্পাদক কমরেড শাহীন রহমান, বাসদ(মার্কসবাদী)’র জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, জেলা বাসদের সদস্য কমরেড মমিনুল ইসলাম, জেলা গণসংহতির সদস্য প্রত্যয়ী মিজান।
দফায় দফায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র গণআন্দোলন ছাড়া স্বৈরতান্ত্রিক মহাজোট সরকারের কাছ থেকে জনগণের দাবি আদায় করা সম্ভব নয়। এই লক্ষ্যে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদের আজকের এই হরতাল।
নেতৃবৃন্দ, জনস্বার্থে এই হরতাল সফল করার জন্য রংপুরবাসীকে অভিনন্দন জানান।
উল্লেখ্যঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য রংপুরে হরতালের সময়সীমা কমিয়ে দুপুর ২টার পরিবর্তে বেলা ১২টা পর্যন্ত পালন করা হয়।