• বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

নিষিদ্ধ এলাকায় ধূমপান করে জরিমানার মুখে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ধূমপানমুক্ত এলাকায় সিগারেট সেবনের জন্য জরিমানার মুখে পড়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জুলকফ্লাই আহমেদ চলতি সপ্তাহের শুরুতে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের রাস্তার পাশের খাবারের দোকানে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের ধূমপানের একটি ছবি পুনরায় পোস্ট করেছেন।

মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবারের দোকান এবং রেস্তোঁরাগুলোতে ধূমপান অবৈধ ঘোষণা করা হয়েছিল। চলতি বছরের অক্টোবরে এই আইন আরো কঠোর করা হয়েছিল।

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জুলকফ্লাই বলেন, “পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে এই বিষয়ে অবহিত করা হয়েছে।” পররাষ্ট্রমন্ত্রী নিজেই অপরাধের জন্য জরিমানা আরোপ করতে চেয়েছিলেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

মালয়েশিয়ার আইন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় ধূমপান করে ধরা পড়লে পাঁচ হাজার রিঙ্গিত (এক হাজার ১২০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।

মোহাম্মদ হাসান তার কর্মকাণ্ডের জন্য বুধবার ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে আইন লঙ্ঘনের নোটিশ পেয়েছেন। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ