• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ইউটিউবে, গুগল এআই টুল যুক্ত করল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মও এটি। বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করছেন হাজার হাজার ডলার।

নিজেদের সব অ্যাপে এআই যুক্ত করলেও এতদিন পর্যন্ত ইউটিউবকে এর বাইরে রেখেছিল গুগল। এবার সেই অপেক্ষার অবসান হলো। ইউটিউবে চালু হলো এআই অটো ডাবিং টুল। শিগগিরই সব ব্যবহারকারী টুলটির সুবিধা নিতে পারবেন।

দেড় বছর আগে ইউটিউবে এই টুল আনার ঘোষণা গিয়েছিল গুগল। তবে তা বাস্তবায়ন হতে বেশ সময় লেগে গেল সংস্থাটির। এই এআই অটো ডাবিং টুল ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটররা এখন তাদের ইংরেজি ভাষার ভিডিও ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, ইন্দোনেশিয়ান, ইতালীয়, জাপানি, পর্তুগিজ বা স্প্যানিশ ভাষায় ডাব করতে পারবেন নিমিষেই।

এভাবে অন্যান্য ভাষার ভিডিওতেও ইংরেজি ডাবিং করা যাবে। প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয়। ব্যবহারকারীকে সিলেক্ট করতে হবে না। ভিডিও লাইভ হওয়ার আগে নির্মাতারা তাদের পূর্বরূপ দেখে নিতে পারবেন। ইউটিউব স্টুডিওর ‘ল্যাঙ্গুয়েজেস’ বিভাগে এই ডাব করা ভিডিও দেখা যাবে এবং ‘অটো ডাবড’ লেবেল যুক্ত থাকবে।

এই টুল চালুর ঘোষণা দেওয়ার সময় তিনটি ডাবিং ভিডিও শেয়ার করেছে গুগল, যেখানে দুটি যথাক্রমে ফরাসি এবং হিন্দি থেকে ইংরেজিতে ডাব করা হয়েছে। অন্যটি একটি ভিডিওতে একাধিক ভাষার ডাবিং অপশন রয়েছে। ইংরেজি অনুবাদগুলো যথাযথ হলেও এটি শুনতে বেশ রোবোটিক ও ভিডিওটি এআই চালিত মনে হয়। ফরাসি ভাষার ডাবিং পরীক্ষা করে অনেকে একই রকম অনুভূতি পেয়েছেন বলেই জানিয়েছেন তারা।

তবে, ইউটিউব কেবল লোকজনের কথাবার্তার ওপর টুলটি ডাবিং করার নমুনা শেয়ার করেছে। দ্রুত বলা কথাবার্তা বা একাধিক ব্যক্তির একসঙ্গে কথা বলার ক্ষেত্রে এই এআই ডাবিং টুল সমস্যায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, ইউটিউব জানিয়েছে, এখনো এই টুলটি পুরোপুরি তৈরি হয়নি। ধীরে ধীরে এই এআই টুল আরও উন্নত করা হবে বলে জানিয়েছে গুগল। একইসঙ্গে এর ব্যবহারও আরও সহজ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ