• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

জীবন বাঁচাতে নিরাপধ আশ্রয়ে বাসিন্দারা, দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। এমন অবস্থায় জীবন বাঁচাতে আক্রান্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন। আর এই সুযোগে অনেকেই চুরি ও লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসের দাবানল আক্রান্ত এলাকায় লুটপাট করতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন। লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন, তাদের মধ্যে অন্তত দুজন দমকল কর্মী সেজে লুট করতে গিয়েছিলেন।

চুরি ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও ১০ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে গত কয়েক দিনে অন্তত ৩৯ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।

লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, দাবানলের আগুনে যারা সবকিছু হারিয়েছে, তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না।

ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মারা গেছেন ২৪ জন। নিখোঁজ অন্তত ২৩ জন। আক্রান্ত এলাকায় থেকে মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ