বুধবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সরকার ১৫ জানুয়ারি বুধবার এনসিটিবির সামনে একটি শান্তিপূর্ণ সমাবেশে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানায়। সরকার এই আক্রমণের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে এই সম্পর্কিত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তকে আইনের আওতায় আনা হবে।
এতে আরও বলা হয়, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশে গণসহিংসতা, জাতিগত ঘৃণা এবং অন্ধবিশ্বাসের স্থান নেই। সরকার সতর্ক করে যে, যারা সুরক্ষা, শান্তি এবং আইনশৃঙ্খলার ক্ষতিকর কার্যকলাপে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো বৈষম্য ছাড়াই।