• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভীড়

সোনাতলায় সন্ন্যাসীর মেলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় আজ বুধবার ৬টি স্থানে সন্ন্যাসীর মেলা অনুষ্ঠিত হবে। ওই মেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভীড় পড়েছে। প্রতি বছরের ন্যায় বগুড়ার সোনাতলা উপজেলায় প্রায় দেড়শ বছর আগে থেকে সন্ন্যাসীর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে গত শনিবার থেকে সংশ্লিষ্ট মেলায় দোকান- পাট বসেছে। মূলত ১ দিনের মেলা হলেও তা চলে প্রায় ৪/৫ দিন। উপজেলার হরিখালী, কাচারি বাজার, পাকুল্লা, গোসাইবাড়ী, ঠাকুরপাড়া, নওদাবগা ও ভেলুরপাড়া এলাকায় মেলা অনুষ্ঠিত হচ্ছে।

হিন্দু সম্প্রদায়ের লোকজন সাধারণত সন্ন্যাসীর পূজাকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করে থাকে। মেলায় হরেক রকমের খেলনা ও খাদ্য সামগ্রীর পাশাপাশি বিলুপ্ত প্রজাতির মাছ, কাঠ ও ষ্টিলের ফার্ণিচারের দোকান বসে। মেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি আত্মীয়-স্বজনের ভীড় পড়েছে। এমনকি নতুন জামাইকে দাওয়াত করা ও উপঢৌকন দেওয়ার প্রথা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও রাস্তায় রাস্তায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের টহল ও কঠোর নজরদারি রয়েছে। এবিষয়ে ঠাকুরপাড়া মেলা কমিটির সভাপতি মাসুদ রানা ভুট্টা বলেন, হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী পূজাকে কেন্দ্র করে আমাদের এ মেলাটি বাপ-দাদার আমল থেকে দেখে আসছি। মেলাকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ করা হয়। এমনকি এই সময় আমাদের এলাকা আত্মীয়-স্বজনদের মিলনমেলায় পরিণত হয়।

সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে কোন ধরনের জুয়া চলতে দিবো না। এবিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী বলেন, মেলাকে কেন্দ্র করে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এছাড়াও প্রতিটি মেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসীর পূজাকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে মেলা বসে। যা দীর্ঘ প্রায় দেড় শতাধিক বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। বদিউদ-জ্জামান মুকুল সোনাতলা, বগুড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ