• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে পাচারকৃত কাঁকড়া জব্দ করে নিলামে বিক্রি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:- মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে বিজিবির জব্দ করা ৭৫০ কেজি কাঁকড়া নিলামে বিক্রি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৩টার দিকে টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে নিলামের মাধ্যমে কাঁকড়াগুলো বিক্রি করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনের সুপার মোহাম্মদ সোহেল উদ্দিন।

তিনি জানান, বাংলাদেশ বর্ডার গার্ড ২ বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলা বিভিন্ন এলাকা থেকে জব্দ করা ৭৫০ কেজি কাঁকড়া কাস্টমস শুল্ক স্টেশনে জমা দেন। এরপর পচনশীল দ্রব্য হিসেবে দুপুর ১২টার মধ্যে কাঁকড়াগুলো নিলামে উঠানো হলে সর্বোচ্চ মূল্যকারী মেসার্স জাহেদ স্টোর ভ্যাটসহ ৬৬ হাজার টাকায় ক্রয় করেন। নিলামে প্রায় ৩৮ জন অংশগ্রহণ করেন।

মেসার্স জাহেদ স্টোর মালিক জাহেদ হোসেন বলেন, ‘কাঁকড়াগুলো পচনশীল দ্রব্য। প্রায় কাঁকড়া মারা গেছে। তাই মূল্য অনেক কমে গেছে। এরপরও সবকিছু মিলিয়ে ৬৬ হাজার টাকায় ক্রয় করে নিয়েছি। আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে দুই হাজার টাকা লাভ হতে পারে।

টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনে সুপার মোহাম্মদ সোহেল উদ্দিন বলেন, শতাধিক নিলাম ডাককারী সর্বোচ্চ মূল্যে সরকারি কোষাগারে নিলামের টাকা জমা দেয়ার পর মালামালগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। এ সময় টেকনাফ কাস্টমস শুল্ক কর্মকর্তা, বিজিবির প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ