ঠান্ডা মাথার ফুটবলার আঁখি খাতুন। কোনো ঝড়েই ভেঙে পড়েন না এই ডিফেন্ডার। তার মধ্যে সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদের ছবিটা ফুটে উঠে। কখন উপরে উঠে কর্ণারের বলে হেড করতে হবে। কখন মাথা ঠান্ডা রেখে বলটা পায়ে তুলে নিতে হবে সে সব জানে। আগামী দিনের এই ফুটবলার দেশকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। নবম শ্রেণির এই ছাত্রী ফুটবল মাঠে লড়াই হলেও কথা বলতে গিয়ে অন্য খেলোয়াড়দের মতো মাথা নিচু হয়ে যায়। সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার সোনালী বুট হাতে দারুণ খুশি, ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।