স্বস্তির নি:শ্বাস ‘পদ্মাবতী’ মহলে। কারণ সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে মুক্তি পেতে পারে বহুল আলোচিত ছবি ‘পদ্মাবতী’। ছবি মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে খুব শীঘ্রই মিলবে ছাড়পত্র। তবে তার আগে কিছু সেন্সর বোর্ডে দেয়া ছবিতে কিছু কাটছাঁট করতে হবে।
সম্প্রতি ইতিহাসবিদ, রাজস্থানের রাজপরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ বোর্ড পদ্মাবতী ছবিটি দেখেছে। তারা ছবিটি দেখে ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। সেসঙ্গে ছবিটির নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ রাখতে বলেছে। সেসঙ্গে ছবির ২৬ টি দৃশ্য ছেঁটে ফেলে নতুন করে দৃশ্য ধারণের পরামর্শও দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেন্সর বোর্ডের এক সদস্য বলেন, আমাদেরকে ছবির বিষয়বস্তু ও সমাজ দুটোর মধ্যেই ভারসাম্য রাখতে হবে। তাই বিশেষ বোর্ড যে পরামর্শ দিয়েছে সেটা মেনে নিলেই ছবি মুক্তি দেয়া সম্ভব হবে।
বলিউডের প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানশালি পরিচালিত পদ্মাবতী সিনেমায় অভিনয় করেছেন দিপীকা পাডুকোন, রনবীর সিং, শহীদ কাপুরসহ আরো অনেকে। পদ্মাবতী নির্মাণে খরচ হয়েছে ১৯০ কোটি রুপি। এনডিটিভি।