নেতিবাচক মন্তব্য করে বলিউড তারকা কারিনা কাপুরকে নিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বয়স্ক বলে মন্তব্য করেন অভিনেতা। এরপর থেকেই তার দিকে ধেয়ে আসছে কটাক্ষের তীর।
সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন, তিনি করিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, ‘‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তার ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।
এরপর আর কিছু করতে হয়নি কাকানকে। যা করার কারিনার অনুরাগীরাই করছেন। একজনের দাবি, খাকান তাকে অপমান করেছেন। এক অনুরাগীর কথায়, ‘‘কোনো অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।’’ অন্য একজন লেখেন, ‘‘খাকান কে! তিনি কোন যুক্তিতে করিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!’’
কারিনাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়। এতে অজয় দেবগনের বিপরীতে ছিলেন তিনি। আরও অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ।