রাশিয়ার পূর্বাঞ্চলীয় সাইবেরিয়ার রিপাবলিক অব বুরিয়াশিয়ার একটি ক্যাফেতে বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। রবিবার স্থানীয় কর্তৃপক্ষের প্রেস সার্ভিস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বুরিয়াশিয়া’র অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিষক্রিয়ায় আক্রান্তরা ৮ থেকে ১১ জানুয়ারি বুরিয়াশিয়ার রাজধানী উলান-উদে নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত ‘শুলেন্দো’ ক্যাফেতে গিয়েছিলেন।
মন্ত্রণালয় আরো জানায়, ‘রবিবার সকালে ১৩৩ জনের পাকস্থলীতে বিষক্রিয়া দেখা দেয়। এদের মধ্যে ১২ শিশুসহ ৬৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ক্যাফের কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সিনহুয়া।