• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

ইয়ামির ব্যস্ত সময়

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। গত বছর ‘কাবিল’ ছবিতে হৃত্বিক রোশনের নায়িকা হয়ে বড় ধরনের সাফল্যের স্বাদ পেয়েছিলেন। সুন্দরী এই মডেল, অভিনেত্রী আবার হৃত্বিকের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।
বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিকে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়ে ইয়ামি রীতিমতো পুলকিত। বর্তমানে শহিদ কাপুরের সঙ্গে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে কাজ করছেন ইয়ামি।
এখানে এক রাগি একরোখা তরুণী আইনজীবীর ভূমিকায় তাকে দেখা যাবে। এ ছবিতে শ্রদ্ধা কাপুরও আছেন। আরও বেশকিছু ভালো ভালো ছবিতে তার অভিনয়ের কথা চূড়ান্ত হয়ে আছে। সব মিলিয়ে ক্যারিয়ারে রমরমা ভাবটি বেশ স্পষ্ট হয়ে উঠেছে।
একদা নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে তার সম্পর্ক গভীরে পৌঁছুলেও এখন সেই সম্পর্ক নেই। তাহলে কার সঙ্গে ইয়ামির একান্ত সময় কাটছে বর্তমানে, তেমন প্রশ্নের জবাব ঝটপট জবাব দেন এই সুন্দরী নায়িকা, ‘এখন কারো সঙ্গে একান্ত সময় কাটানোর ফুরসত নেই। আবার হাতেও এখন একদম সময় নেই। বর্তমানে কাজের ব্যস্ততার মধ্যেই ডুবে থাকতে চাই। অভিনয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না আপাতত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ