আজ ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ আয়োজন। উৎসবের ১১তম আসরের প্রতিবাদ্য ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’।
বিশ্বের ৫৮টি দেশের ২২০টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে। কোনো টিকেট বা রেজিস্ট্রেশন ছাড়াই যেকোনো বয়সী মানুষ সিনেমা উপভোগ করতে পারবেন।
উৎসবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এ ছাড়া শাহবাগের জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল, গ্যেটে ইনস্টিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।
‘আর্ন্তজাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’র এবারের বিচারক হিসেবে থাকছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় প্রত্যেক ভেন্যুতে প্রতিদিন চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।