ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার মালবাজারে চা বাগানের একজন কর্মী করিমুল হক। তার থেকেও বড় পরিচয়, তিনি ‘অ্যাম্বুলেন্স দাদা।’ নিজের মোটরসাইকেলটাকে তিনি ব্যবহার করেন অ্যাম্বুলেন্স হিসাবে। ধলাবাড়ি চা বাগান আর তার আশপাশের প্রায় ২০ কিলোমিটার এলাকায় তার মোটরসাইকেলটাই মানুষের কাছে হাসপাতালে পৌঁছানোর একমাত্র উপায়।
শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ছিলেন ওই চাবাগান ওই কর্মী। কারণ, ২০১৭ সালে তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। ‘পদ্মশ্রী’ ভারতের বেসামরিক নাগরিকদের দেয়া তৃতীয় সর্বোচ্চ সম্মান। আর সেই সম্মাননা নিতে যাওয়ার অনুষ্ঠান মঞ্চেই তাকে সেলফি তোলা শেখালেন নরেন্দ্র মোদী।
করিমুল হক বলেন, ‘স্মার্ট-ফোনটা ব্যবহার করি বেশ কিছুদিন ধরেই, কিন্তু এখনও ঠিক মতো ছবি তুলতে পারি না। সেলফি তোলার ব্যাপারটাও ঠিক আয়ত্তে আসেনি। সেটা দেখেই উনি আমার ফোনটা নিয়ে হিন্দিতে বললেন, ‘সেলফি অ্যায়সে খিঁচা যাতা’, অর্থাৎ এইভাবে সেলফি তুলতে হয়। তারপরে নিজেই তুলে দিলেন সেলফিটা।’ বিবিসি।